বিশ্ব জুড়ে মুসলিমদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি আজ পাশ্চাত্য সাংস্কৃতিক আগ্রাসনের শিকার।অশ্লীলতা, পরশ্রীকাতরতা, অবৈধ যৌনাচার ছড়িয়ে পড়েছে সর্বত্র! এ্যান্টি-ইসলামিস্ট রানারীদের হিজাবসহ ইসলামের সামাজিকনীতি ও আচারঅনুষ্ঠানগুলোর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।ইসলামী জীবন বিধানকে সমৃদ্ধি ও অগ্রগতির অন্তরায় হিসেবে উপস্থাপনের জন্য তাদের রয়েছে সকল ধরনের প্রচেষ্টা।তাদেরউদ্দেশ্য- আমাদের ধর্মীয় বিশ্বাসগুলোতে পরিবর্তন আনয়নকরা।এরই ধারাবাহিকতায় তারা বুদ্ধিমত্তার সাথে দরদী বন্ধু বেশে স্বাধীনতা ও সাম্যতার অজুহাতে নারীদের সামনে ছুঁড়ে দিয়েছেন। মাত্র কিছু সুযোগ সুবিধা। আর বিনিময়ে কেড়ে নিয়েছে তাঁদের নারীত্ব, মাতৃত্ব, সম্মান, গৌরবওমর্যাদা।