এই ঢাকা শহরের যৌথ পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে। একটা পরিবার পুত্র-কন্যা, পুত্রবধু, নাতি-নাতনি নিয়ে থাকতেন বাবামায়েরা। সুখে-দুখে। তাতে সুবিধা ছিল অনেক, অসুবিধাও ছিল কিন্তু। দুটো মানুষ পাশাপাশি থাকা মানেই আনন্দ- বেদনার পাশাপাশি কিছু ঝুটঝামেলাও ভাগাভাগি করে নেওয়া বাস্তব কারণে, অর্থনৈতিক চাহিদার তোড়ে, নতুন প্রজন্মের নতুন মুল্যবোধের ধাক্কায় জীবনযাপনের রীতিনীতি পাল্টাবে, এটাই তো স্বাভাবিক। ধানমন্ডির ৫১ নম্বর বাড়িতে ফয়জুল আলম চৌধুরী পরিবারটি একান্নবর্তী। বড় ছেলে ফয়সল, বড় পুত্রবধু বুশরা, তাদের ছেলে কাব্য, মেজ ছেলে ফরহাদ, তার বউ শিউলি, ছোট ছেলে ফাহিম, মেয়ে ফারিয়া আর নাতনি টুশিকে নিয়ে ভালোই চলছে এই পরিবারটি। আর তাদের বাড়িতে আছে এক্সটেনশনের ভাড়াটে জয়নাল, গৃহপরিচারিকা আলো আর কাজের ছেলে রতন। দিন যায়, নানা ধরনের আঘাত এসে লাগেপরিবারটির গায়ে। ভেতরের আঘাত, বাইরের ঢেউ। তবু এই বাড়ির সদস্যরা পরম মমতায় ধরে রাখে প্রীতির বন্ধন। কিন্তু সময়ের দাবি অগ্রাহা করতে পারে কে? একদিন ভাঙনের ঢেউ এসে লাগে এই পরিবারিটিতেও। চ্যানেল আইয়ে প্রচারিত এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ৫১-বর্তীর উপন্যাস-রূপ এই বইটি যেন শোনাতে চায় সেই পুরোনো গানটিই: ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পা্বে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমর ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি ।