WOW BOX Terms & Conditions
Wow Box কেনার শর্তাবলিঃ
১) “Wow Box” পেতে ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আমাদের “Wow Box” ক্যাম্পেইন পেইজ এ চোখ রাখুন ।
২) একজন ক্রেতা শুধু মাত্র একটি অ্যাকাউন্ট থেকে একটি অর্ডারে সর্বোচ্চ একটি “Wow Box” অর্ডার করতে পারবেন।
৩) ক্যাম্পেইন চলাকালিন সময়ে একের অধিক “Wow Box” অর্ডার করে পেমেন্ট করা হলে, প্রথম অর্ডার ব্যতীত পরবর্তী অর্ডার গ্রহণযোগ্য হবে না।
8) “Wow Box” অর্ডারের ক্ষেত্রে “ক্যাশ অন ডেলিভারি” প্রযোজ্য হবেনা।
৫) “Wow Box” অর্ডারের ক্ষেত্রে কোনো প্রকার রিটার্ন পলিসি গ্রহণযোগ্য হবেনা।
৬) “Wow Box” অর্ডারের ক্ষেত্রে কোনো প্রকার ভাউচার ব্যবহারে অর্ডারটি গ্রহণযোগ্য হবেনা।
৭) “Wow Box” অর্ডারের ক্ষেত্রে ক্রেতাকে সরাসরি পেমেন্ট এর মাধ্যমে অর্ডার সম্পূর্ণ করতে হবে, কোন প্রকার অসম্পূর্ণ পেমেন্ট অর্ডার পরবর্তীতে বাতিল বলে গণ্য হবে।
৮) একই নাম, ঠিকানা, মোবাইল নম্বর কিংবা এগুলোর কাছাকাছি তথ্য সম্বলিত কোনো একাউন্ট থেকে একের অধিক “Wow Box” অর্ডার গ্রহণযোগ্য হবে না।
৯) কর্তৃপক্ষ কোনো কারণে “Wow Box” ডেলিভারি করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষে পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে টাকা রিফান্ড করা হবে।
১০) অংশগ্রহনকারিদের “Wow Box” হাতে পাওয়ার পর ডেলিভারিক্রিত পণ্যের ছবি সহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ এবং "Othoba Fan Club" এ রিভিউ দিতে হবে।
১১) ক্যাম্পেইন চলাকালীন সময়ে যেকোনো ধরনের প্রতারণামূলক বা অনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে গ্রাহককে কোনও নোটিশ ছাড়াই প্রতিযোগিতায় সম্পূর্ণ নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হবে।
১২) Othoba তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে, যেকোনো সময়, কোনও নোটিশ ছাড়াই, শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
১৩) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি স্বীকার করেন এবং সম্মত হন যে এই প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণের চূড়ান্ত অধিকার Othoba তাদের নিজস্ব বিবেচনার অধীনে সংরক্ষণ করে।
Login to ask a question