পাওয়ার সেভিংস ডিভাইসটি সম্পর্কে জানুনঃ
পাওয়ার সেভিংস ডিভাইসটি বাংলাদেশে একেবারেই নতুন! তাই ডিভাইসটি নিয়ে ভোক্তাদের প্রশ্নের শেষ নেই। আমেরিকা, ইংল্যান্ড এমনকি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও ডিভাইসটি বেশ জনপ্রিয়। অ্যামাজনে সার্স দিয়ে দেখুন সেখানে পাওয়ার সেভিংস ডিভাইসটি বেস্ট সেলার পণ্যর তালিকায় রয়েছে।এছাড়াও Power Savings Device লিখে গুগলে সার্স দিয়ে দেখুন এটি সারা পৃথিবীতে কত জনপ্রিয় একটি পণ্য। এটি অবৈধ পণ্য নয়,বরংএই প্রযুক্তির ব্যবহারে বিদ্যুতের অতি ব্যবহার হ্রাস করে বিদ্যুৎ সাশ্রয় হয়। ডিভাইসটিতে ব্যবহিত ইন্টেলিজেন্ট টেকনোলজি বিদ্যুতের ভোল্টেজ আপ- ডাউন স্থিতিশীল রাখে। মিটারের সার্কিট ক্লিন রেখে ডিভাইসটি বিদ্যুতের অতি ব্যবহার হ্রাস করে।চুম্বকীয় দোলনক্রিয়ার মাধ্যমে ডিভাইসটি বিদ্যুৎ বিভ্রাটের ক্ষতিপূরণ করতে সহায়তা করে। আপনার বাসা কিংবা অফিসের যে কোন একটি মিটারের অধীন,একটি সকেটের সাথে ডিভাইসটি সংযোগ করে দিন।ব্যবহারের প্রথম মাসে ডিভাইসটি সার্কিট ক্লিন করে এবং ভোল্টেজ স্থিতিশীল রাখতে কাজ করে তাই কাংখিত ফলাফল নাও পেতে পারেন। দ্বিতীয় মাস থেকে সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ।

Login to ask a question