ক্রয়ের পূর্বে অবশ্যই খেয়াল করুন
সম্মানিত ক্রেতাদের অবগতির জন্য জানাই অমরন ব্রান্ডের এই মডেলের সাথে কোন এডাপটার থাকে না অফিসিয়ালি এবং মেশিনের সাথে ব্যটারী দেওয়া হয়। উল্লেখ্য টপ ব্রান্ড কম্পানিগুলো তাদের মেশিনের সাথে কোন এডাপটার দেয় না।
BETTER HEALTH CARE সব প্রডাক্ট অর্জিনাল এবং অথোরাইজড প্রডাক্ট সেল করে থাকে।
কিন্তু এই প্রডাক্ট টি অমরন কম্পানির অথোরাইজড নয়। আমরা কম্পানি থেকে এডাপটার পাইনি তাই অনেকের চাহিদা থাকায় থার্ড পার্টি কম্পানি থেকে আমরা এই এডাপটারটি সংগ্রহ করি যা আমরা কখনোই অর্জিনাল বা অথোরাইজড বলবো না। তবে আমরা অমরনের সব ডিভাইসে ব্যবহার এবং পরীক্ষা করে দেখেছি সাধারনত পাওয়ার সাপ্লােই এবং অন্যান্য সব ফ্যাসিলিটি অমরন অর্জিনাল এডাপটারের সাথে মিলে এবং এটা ব্যবহারে সমস্যা পাওয়া যায়নি।
তার পরেও যারা কিনবেন অবশ্যই নিজ দায়িত্বে নিবেন এবং অফিসিয়াল বা অথোরাইড হিসাবে না নেওয়ার জন্য অনুরোধ রইলো।
Login to ask a question